গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তিনটি বাসে আগুন
টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছ। এই ঘটনায় উত্তেজিত হয়ে শ্রমিকরা তিনটি বাসে আগুন ও দুইটি বাসে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এসময় সড়কটি দিয়ে প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুর জেলার শিবরামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের চন্দ্র থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের শিবরামপুর এলাকায় পৌছালে স্থানীয় রেডিয়্যাল পোশাক কারখানার নারী শ্রমিক হাজেরাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিক মারা যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে নিহতের সহকর্মীরা সড়কটি দিয়ে চলাচলরত ৩টি ওয়েলকাম পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে এবং আরও ২টি বাসে ব্যাপক ভাংচুর চালায়।
পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রতি ঘটনাস্থলে পৌছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এবং গাজীপুরের জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়িয়ে দিলে প্রায় আধ ঘন্টা পর সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবাকি হয়ে আসে।
মন্তব্য চালু নেই