গাজা এখন বিভীষিকাময় মৃত্যুপুরী-
গতকাল ছিল মুসলমানদের একটি তাৎপর্যপূর্ণ দিন ও রাত ছিল মহিমান্বিত রাত। গতকাল মুসলমান ইবাদত বন্দেগিতে সময় পার করার কথা। কিন্তু পুণ্যভূমি গাজায় গতকালও নির্বিচারে বিমান ও ট্যাংক হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল ইসরায়েলি হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, দুই শিশুসহ কমপক্ষে দেড়শ জন নিহত হয়েছে। এর ফলে ইহুদি এ রাষ্ট্রটি দুই সপ্তাহে নির্মম হামলা চালিয়ে প্রায় সাড়ে ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জরুরি ‘মানবিক বিরতি’র আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও মিসরের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে মূলত ইসরায়েলের প্রতি এই
‘মানবিক বিরতি’র আহ্বান জানালেন। জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে বলেন, মুসলমানদের জন্য পবিত্র রমজান মান ও ঈদুল ফিতর উপলক্ষে ইসরায়েল ও হামাস দুই পক্ষকে ঈদ পর্যন্ত সব ধরনের হামলা ও যুদ্ধ থেকে বিরতি থাকার আহ্বান জানাচ্ছি। আর এটা যদি সম্ভব হয় তাহলে তা দীর্ঘমেয়াদি যুদ্ধ বিরতিকে ত্বরান্বিত করবে। অবশ্য ঈদের সময়টিতে সাময়িক যুদ্ধবিরতির জন্য গতকাল নিরাপত্তা কেবিনেটের সভা ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মন্তব্য চালু নেই