গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন, পলাতক আজুর আত্মসমর্পণ
নড়াইলে গাছে বেঁধে গৃহবধূ ববিতাকে নির্যাতন মামলার অন্যতম আসামি আজিজুর রহমান আজু আদালতে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলের লোহাগড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে রবিবার দুপুরে আত্মসমর্পণ করলে জেষ্ঠ্য বিচারক মো. মাজহারুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।
কোর্ট পরিদর্শক অজিত কুমাড় মিত্র বিষয়টি নিশ্চিত করে জানান, আজুর আত্মসমর্পণের মধ্যদিয়ে এ মামলার সব আসামিরাই এখন জেলহাজতে রয়েছেন।
গত ৩০ এপ্রিল জেলার লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনা সদস্য শফিকুল শেখের স্ত্রী ববিতা খানমকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়। ঘটনার পাঁচদিন পর ৫ মে নির্যাতিতার মা খাদিজা বেগম বাদী হয়ে ববিতার স্বামী শফিকুল, শ্বশুর ও শ্বাশুড়িসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় নারী নির্যাতন মামলা দায়ের করেন।
গত ১০ মে আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্ট। ঘটনার পর পুলিশ জোর তৎপরতা চালিয়ে ববিতার স্বামীসহ আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। তবে আজু ধরাছোয়ার বাইরে ছিলেন। অবশেষে তার আত্মসমর্পণের মধ্যদিয়ে সব আসামিই এখন জেলহাজতে রয়েছেন।
মন্তব্য চালু নেই