গাইবান্ধায় মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের দাবীতে মানববন্ধন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহালের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শনিবার জেলা শহরের ১নং রেলগেটে মানববন্ধনকালে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বাসদ সমন্বয়ক কমরেড গোলাম রব্বানী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান, তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন- এ আইনের ফলে কিশোরীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে। বাড়বে স্বাস্থ্য ঝুঁকি, সংকৃতি হবে অর্থনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণ। বাড়বে নারী নির্যাতন, সর্বপরি পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীকে সমাধিকার-সমমর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক আকাঙ্খা ভূলুণ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই