গলার ঘায়ে ভুগছেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গলায় ঘা রোগে ভুগছেন। বিষয়টি পরীক্ষা করাতে শনিবার একটি হাসপাতালে যান তিনি। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।
ওবামার চিকিৎসক জানান, কয়েক সপ্তাহ ধরে অ্যাসিড প্রদাহের কারণে সৃষ্ট গলার ঘায়ে ভুগছেন প্রেসিডেন্ট ওবামা। শনিবার ওবামা ফাইবার অপটিক্যাল পরীক্ষার পাশাপাশি সিটি স্ক্যান করিয়েছেন।
পাকস্থলীতে অ্যাসিড প্রদাহের ফলে গলা ছিদ্র হওয়া সাধারণ একটি বিষয়। এটি কোনো মারাত্মক রোগ নয় বলেও জানান ওই চিকিৎসক।
এক বিবৃতিতে ওবামার চিকিৎসক রুনি এল জ্যাকসন বলেন, ‘ফাইবার অপটিক্যাল পরীক্ষায় দেখা গেছে, ক্ষতিগ্রস্ত গলা সফট টিস্যুর কারণে ফুলে গেছে। এ ব্যাপারে আরো মূল্যায়ন করতে রুটিন মাফিক সিটি স্ক্যান করারও সিদ্ধান্ত নেন ওবামা।’
জ্যাকসন আরো বলেন, ‘ওলাটার রিড সামরিক হাসপাতালে তিনি সিটি স্ক্যান করান। তবে ফলাফল স্বাভাবিক পাওয়া যায়। অ্যাসিড প্রদাহ রোধ করতে প্রেসিডেন্ট ওবামাকে আরো চিকিৎসা দেওয়া হবে।’
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, ‘টাইট শিডিউইলের মধ্যেও প্রেসিডেন্ট সিটি স্ক্যান করিয়েছেন। তবে এটা কোনো জরুরি বিষয় ছিল না।’
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে বিশ্ব মিডিয়ার আগ্রহের জায়গাটা একটু বেশিই।
তথ্যসূত্র : বিবিসি।
মন্তব্য চালু নেই