গরম পানি ঢেলে স্বামীকে ঝলসে দিলেন স্ত্রী!

রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে স্বামীকে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

দগ্ধ স্বামীর নাম রাজা মোল্লা (৩৩)। পিতার নাম শাহনেওয়াজ মোল্লা। রাজা একটি কুরিয়ার সার্ভিসে কাজ করেন। স্ত্রীর নাম সেলিনা আক্তার।

দগ্ধ রাজার ভাই রাজীব মোল্লা জানান, রাজা ও সেলিনার প্রায় ১০ বছর বিয়ে হয়েছে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার রাতে খাওয়ার সময় তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ সময় তারা ঝগড়া থামানোর চেষ্টা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে সেলিনা ঘুমন্ত রাজার গায়ে গরম পানি ঢেলে দেন। এর পর থেকে সেলিনাকে পাওয়া যাচ্ছে না।

সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ রাজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রাজার শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। রাজীব বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই