খুলনায় ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা
খুলনায় ফয়জুল (২৮) নামে এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ সময় অপর এক সহযোগী আল-মামুনকেও গণধোলাই দেওয়া হয়। শুক্রবার ভোরে নগরীর বসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বসুপাড়া এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা ফয়জুর ও সহযোগী মামুনকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় স্থানীয়রা গণধোলাই দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ফয়জুল মারা যান।
নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। আহত মামুন চিকিৎসাধীন রয়েছেন। এর আগে বৃহস্পতিবার গুলি করে আশরাফুল নামে এক মাছ ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
মন্তব্য চালু নেই