শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং আহসান মঞ্জিল জাদুঘরের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আহসান মঞ্জিল জাদুঘর প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। তিনি বলেন, সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ অবদান এবং ১৫ আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে শিশু-কিশোরদের অবগত করার জন্য এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



মন্তব্য চালু নেই