খালেদার কার্যালয়ে মোবাইল সংযোগ স্বাভাবিক
অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ও এর আশপাশের এলাকায় মোবাইল সংযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকেই সংযোগ স্বাভাবিক হলেও তাৎক্ষণিকভাবে খালেদার প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার নেটওয়ার্ক না পাওয়ার কথা জানিয়েছিলেন। বিকেল ৫টার দিকে তিনি জানিয়েছিলেন, ‘এখানে টেলিটক ছাড়া অন্য সব অপারেটরের নেটওয়ার্ক এখনো বিচ্ছিন্ন রয়েছে। আমি কিছুক্ষণ আগেই আমার গ্রামীণফোন নম্বর থেকে স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’
তবে সন্ধ্যা পৌনে ৮টার কিছু আগে এই প্রতিবেদককে দিদার জানান, সংযোগ এখন স্বাভাবিক।
গত ৩০ জানুয়ারি দিবাগত রাত পৌনে ৩টায় খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎসংযোগ কেটে দেয়া হয়। এর পরদিন দুপুরের দিকে বিভিন্ন মুঠোফোন কোম্পানির সংযোগ, ইন্টারনেট, কেবল টিভি, টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ৩১ জানুয়ারি রাত ১০টার দিকে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।
মন্তব্য চালু নেই