খালেদার কার্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রতিবাদ জানিয়েছে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীরা। পরীক্ষার মধ্যেও অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করেছে তারা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ৮৬ নম্বর রাস্তায় অবস্থায় নেন। তারা কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়।

গুলশান জোনের পেট্রোল ইনসপেক্টর আমজাদ হোসেন জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছেন।



মন্তব্য চালু নেই