খালেদাকে আয়নায় চেহারা দেখার পরামর্শ এরশাদের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আপনি সারের জন্য ১৮ এবং কানসাটে বিদ্যুতের জন্য ২০ জনকে হত্যা করেছেন। এদের সবার নাম লেখা আছে। ক্ষমতায় আসলে তাদের জন্য স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।
বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, ‘পাকিস্তানি বাহিনী আমাদের দেশকে মেধাশূন্য করতে গুম ও হত্যা করেছিল। কিন্তু বর্তমানে আমাদের সরকারের সময়ও একইভাবে গুম-খুন করা হচ্ছে। আমরা এ সংস্কৃতি চাই না। গুম-খুন থেকে আমরা মুক্তি চাই। আমরা শান্তিতে থাকতে চাই। দেশে এভাবে গুম-খুনের রাজনীতি চলতে পারে না।’
এরশাদ বলেন. ‘দেশে এখন সন্ত্রাস, চাঁদাবাজি চলছে। এভাবে চলতে পারে না। তবে জাতীয় পার্টি ক্ষমতায় এলে আমরা এসবের বিচার করবো। আমরা ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরে আসবে।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন উদ্দিন বাবলু বলেন, ‘ক্ষুধা, সন্ত্রাস ও দারিদ্রমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তা আজও পুরণ হয়নি। প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে খুনের ঘটনা ঘটছে। একই দলের ছাত্র সংগঠনের দ্বন্দ্বে হত্যাকাণ্ড হচ্ছে।’
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, আবুল কাশেম, সাহিদুর রহমান টেপা, শেখ সিরাজুল ইসলাম, এস এম ফয়শল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান এমপি, সিনিয়র-যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
মন্তব্য চালু নেই