খালেদাকে আত্মসমর্পণ করতেই হবে

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এখন খালেদা জিয়াকে অবশ্যই নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর তিনি উচ্চ আদালতে গিয়ে নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করতে পারবেন।

গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করতে উচ্চ আদালতে যাবেন- খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

বুধবার সন্ধ্যায় তিনি বলেন, ‘তাকে (খালেদা) নিম্ন আদালতে আত্মসমর্পণ করতেই হবে। তিনি সরাসরি উচ্চ আদালতে যেতে পারবেন না।’

তিনি বলেন, ‘নিম্ন আদালতে হাজির হয়ে তিনি জামিন চাইতে পারেন। এবং নিম্ন আদালতের পরোয়ানার আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারবেন।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গড়হাজিরার কারণে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।



মন্তব্য চালু নেই