ক্ষেপণাস্ত্র ধ্বংসের ক্ষেপণাস্ত্র আবিষ্কার ইসরায়েলের
আমেরিকার অর্থ সাহায্যে অ্যারো-৩ সিস্টেমের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি।
বুধবার পরীক্ষামূলকভাবে এটির উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর দিকে ছুটে আসা কোনও ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত নিরাপদে মহাকাশেই ধ্বংস করতে পারবে এটি।
ইসরায়েলি সেনার হয়ে ২০০০ সাল থেকে কাজ করছে অ্যারো-২ ও অ্যারো-৩। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমেরিকার নিজস্ব। যা ইসরায়েলের সঙ্গে মিলে প্রযুক্তিগতভাবে আরও আধুনিকায়ন করা হয়েছে।
২০১৪ সালে গাজায় ব্যবহার করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্র। সেক্ষেত্রে এর সাফল্যই একে আরও উন্নত করতে উদ্বুদ্ধ করে দু’দেশকে।
মন্তব্য চালু নেই