ক্যাম্পাসে চুমু নিষিদ্ধ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে চুমু নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করায় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন এর তীব্র বিরোধিতা করেছে। বৃহস্পতিবার ছাত্র ইউনিয়ন ওই নতুন আইনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেয়।

আবাসিক হলগুলোতে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী জন চলাচলাচলের স্থানে চুমু কিংবা অন্য কোনো যৌনক্রিয়া করবে তাদের ধরে শাস্তি দেয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসাবিক শিক্ষার্থীদের বিপরীত লিঙ্গের কাউকে হোস্টেলে নেয়া যাবে না বলেও আদেশ জারি করেছে। বলা হয়েছে, ‘বেআইনি’ কোনো কাজ করতে হলে খেলার মাঠ বা লেকচার দেয়ার স্থান থেকে বাইরে কোনো অন্ধকার স্থানে করতে হবে।

ছাত্রনেতা গিলবার্ত মুতুবুকি জানান, দুই সপ্তাহ আগে জারি হওয়া এ নিষেধাজ্ঞা ছাত্ররা প্রতিহত করবে।

জিম্বাবুয়ের জাতীয় ছাত্র ইউনিয়নের এই নেতা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এ নিয়ম একটি প্রাচীন, নিপীড়নমূলক এবং বাজে কাজ।’



মন্তব্য চালু নেই