কৌটার দুধ খাওয়ার কারণেই সমকামী হয় শিশুরা!
কৌটার দুধ ও রেডি নুডুলস খেলে বাচ্চারা সমকামী হয়। দাবি করেছেন, ইন্দোনেশিয়ার তানজেরাং শহরের মেয়র। এজন্য তাকে মেয়র পদ থেকে পদচ্যুত করা হয়েছে।
তানজেরাং মেয়র আরিইফ আর উইসমানসায়াং এ সপ্তাহের শুরুতে পশ্চিম জার্কাতার তানজেরাং শহরে গর্ভবতী মায়েদের জন্য আয়োজিত একটি সেমিনারে এ দাবি করেন।
তানজেরাং মেয়র বলেন, ‘ইন্দোনেশিয়ার শিশুদের স্বাস্থ্যবান, সুদর্শন ও প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই। কিন্তু বর্তমানে বাবা-মায়েরা ব্যস্ততার জন্য বাচ্চাদের কৌটার দুধ ও অন্যান্য রেডি খাবার খাওয়াতে বাধ্য হচ্ছেন। এজন্য সমকামীর সংখ্যা বাড়ছে। এতে বিষ্ময়ের কিছু নেই।’
মেয়রের এ মন্তব্যের পরে ইন্দোনেশিয়ার একজন রাজনীতিবিদ সমকামী আন্দোলনকে সমালোচনা করে বলেন, ‘সমকামী আন্দোলন পরমাণু যুদ্ধের মতোই বিপজ্জনক।’
প্রতিরক্ষামন্ত্রী রাইমিজারড রাকোডু বলেন, ‘সমকামীরা আরো বেশি স্বাধীনতা দাবি করছে। এটা সত্যি ঝুঁকিপূর্ণ।’ এ বছরের শুরুতে একজন মন্ত্রী বলেছিলেন, সমকামী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হবে।
মন্তব্য চালু নেই