কোকোর শেষ ঠিকানা ১৮৩৮/১৪৭
সবকিছু ঠিক থাকলে বনানী কবরস্থানের ১৮৩৮/১৪৭ নম্বর কবরটিই হবে আরাফাত রহমান কোকোর শেষ ঠিকানা।
ইতোমধ্যে কবর খননের সমস্ত কাজ প্রায় শেষ হয়ে এসেছে। বনানীর এ কবরস্থানে কোকোর জন্য নির্ধারিত কবরটি কবরস্থানের ১৮ নম্বর রোডের বি ব্লকে অবস্থান করছে। এ কবরটির একেবারে বিপরীতে রয়েছে বনানীর গির্জা।
এছাড়া কোকোর কবরের জায়গা নির্ধারিত হওয়োর পরপরই কবরস্থান ঘিরে উৎসুক বিএনপি ও ছাত্রদলের কর্মীদের ভিড় ক্রমশ বাড়ছে। ল্যামপোস্টের নিচে কবরটির অবস্থান হওয়ায় ল্যামপোস্টের সঙ্গে হাজার ভোল্টোর একটি লাইট, ৫টি এনার্জি বাল্ব এবং বেশ কয়েকটি রড লাইট সংযোজনের কাজ অব্যাহত রয়েছে।
এর আগে ঢাকা উত্তর সিটির প্রধান নিবার্হী কর্মকর্তা বিএম এনামুল হক কোকোর কবরের জন্য নির্ধারিত জায়গা ঘুরে যান। এরপরপরই দুপুর ১টা ৩০ মিনিটে ৮ জন গোরখোদক কবর খননের কাজ শুরু করেন।
উল্লেখ, শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরাফাত রহমান কোকো। বুকে ব্যথা ওঠার পর হাসাপাতলে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই