কেমন আছেন রিয়াজ রহমান?
সাবেক পররাষ্ট্রপ্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ধীরে ধীরে সেরে উঠছেন। হাসপাতাল থেকে আগেই নিজ বাড়িতে চলে গেছেন। তবে তিনি এখনো ডাক্তারদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে রয়েছেন। পত্র-পত্রিকার মাধ্যমেই দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখার চেষ্টা করছেন তিনি।
পরিবারের সদ্যরা বলছেন, বাইরে বের হওয়ার মতো অবস্থা তাঁর নেই। চলাফেলা করতে এখনও সমস্যা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টার।
রিয়াজ রহমানের ছোট মেয়ে আমিনা রহমান চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেন, বাবা এখন সুস্থ্য। তবে চলাফেলা করতে সমস্যা হচ্ছে। আমরা আশা করছি বাবা কিছুদিনের মধ্যেই স্বাভাবিকভাবে চলাফেলা ও তাঁর ব্যক্তিগত কাজগুলো করতে পারবেন।
গত ২৮ জানুয়ারি রিয়াজ রহমানকে ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে জানান আমিনা রহমান।
রিয়াজ রহমানের ডান পায়ে দুটি ও কোমরের নিচে দুটি গুলি লাগে।
প্রসঙ্গত, ১৩ জানুয়ারি রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের অদূরে পার্কিং করা গাড়িতে উঠার সময় রিয়াজ রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হন।
এসময় সন্ত্রারী তার প্রাইভেটকারটিতেও আগুন ধরিয়ে দেয়। আহত অবস্থায় তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি তাঁর বসুন্ধরার বাসায় রয়েছেন।
মন্তব্য চালু নেই