কেন মোদির দুর্নীতি ফাঁস করছেন না রাহুল : কেজরিওয়াল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্নীতি নিয়ে কোনওপ্রকার প্রমাণ থাকলে তা প্রকাশ করুন রাহুল গান্ধী। কংগ্রেস সহ-সভাপতিকে ঘুরিয়ে চ্যালেঞ্জ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
এদিন টুইটারে কেজরি প্রশ্ন তোলেন, যদি রাহুল গান্ধীর কাছে মোদীজির ব্যক্তিগত দুর্নীতির কোনও তথ্যপ্রমাণ সত্যিই থেকে থাকে, তাহলে কেন তিনি সংসদের বাইরে প্রকাশ করছেন না?
কেজরীর দাবি, উভয় কংগ্রেস এবং বিজেপি—এভাবেই একে অপরের বিরুদ্ধে ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলে। তিনি যোগ করেন, একদিকে বিজেপি যেমন কংগ্রেসের অগুস্তা-ওয়েস্টল্যান্ড বলে বেড়াচ্ছে। তেমনই কংগ্রেস পাল্টা বিজেপির বিরুদ্ধে সহারা/বিরলা বলে বেড়ায়। অথচ, কেউ-ই কোনও তথ্যপ্রকাশ করে না।
শুধু কংগ্রেস নয়, এদিন বিজেপিকেও আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। নোট বাতিল ইস্যুতে কেজরী দাবি করেন, কেন্দ্রের সিদ্ধান্তের ফলে মোদী সরকারের ওপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
মাইক্রো ব্লগিং সাইটে কেজরী লেখেন, দেশের ব্যবসায়ীরা বলছে, মোদী আমাদের থেকে টাকা নেবে, ভোট নেবে আবার আমাদেরকেই চোর বলবে? ব্যবসায়ীরা মনে করেন, আসল চোর মোদীর সঙ্গে নৈশভোজ করে বলেও জানান কেজরী। – এবিপি
মন্তব্য চালু নেই