কেনিয়ায় সদস্য সংগ্রহ করছে আল শাবাব
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় অভিযান চালিয়ে যোদ্ধা সংগ্রহ করছে ইসলামি সশস্ত্র সংগঠন আল শাবাব।
কেনিয়ার গোয়েন্দা সংস্থা বলছে- এটা আল শাবাবের ভীতি ছড়ানোর আরও একটি কৌশল।
একাধিক সূত্র থেকে জানা গেছে- এখনও পর্যন্ত যে সকল অঞ্চলে আল শাবাব এ অভিযান চালিয়েছে সে সকল স্থান থেকে অন্তত ২৬ তরুণ উধাও হয়ে গেছে। মনে করা হচ্ছে তাদেরকে আল শাবাবে যোগদানে বাধ্য করা হয়েছে।
এ দিক থেকে এগিয়ে আছে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর- ইসিওলো। সেখান থেকে হারিয়ে যাওয়া তরুণেরা পরবর্তীতে তাদের বাবা-মাকে ফোন করে নিশ্চিত করেছে যে তারা শাবাবের সঙ্গে যোগ দিয়েছে।
বলা হচ্ছে, শাবাবে যোগদানের মূল সংখ্যাটি আরও বেশি হতে পারে। কেননা পুলিশী হয়রানি ও জঙ্গীদের হাতে প্রাণ হারানোর ভয় থেকে এ সকল ক্ষেত্রে সরকারকে অবহিত খুব কম ক্ষেত্রেই করা হয়।
দুই সপ্তাহ পূর্বে আল শাবাব কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ পরিচালনা করে। এতে মোট ১৫০ শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর শিক্ষাঙ্গনসহ কেনীয় লোকালয়ে তীব্র আতঙ্ক বিরাজ করতে শুরু করে।
কেনিয়ায় সোমালিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন আল শাবাবের তৎপরতা বৃদ্ধিকে পূর্ব আফ্রিকায় আল-কায়দা সংশ্লিষ্ট সশস্ত্র দলগুলোর তৎপরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই