কেনিয়ার সীমান্ত অঞ্চলে সশস্ত্র হামলায় অর্ধশত নিহত

কেনিয়ার সীমান্ত অঞ্চলে একটি চিহ্নিত হোটেল ও পুলিশ স্টেশনে সশস্ত্র ইসলামি দলের হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৮ জন নিহত হয়েছেন।

কেনিয়ার সীমান্তবর্তী এমপেকেতনি শহরে এ বোমাহামলার ঘটনা ঘটে।

শহরটি পর্যটকদের মধ্যে জনপ্রিয় লামু দ্বীপের নিকটবর্তী।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঐ অঞ্চলের মানুষেরা বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিল।

প্রত্যক্ষদর্শীর সূত্রে আরও জানা যায়, মুখোশধারী হামলাকারীরা প্রথমে শহরের রাস্তা থেকে একটি ভ্যান ছিনতাই করে। পরে সেটিকে এখাধিক স্থানে হামলার পরিবহন হিসেবে ব্যবহার করে।

হামলাকারীরা স্থানীয় পুলিশ স্টেশনে বাহির থেকে বোমা ছুড়ে দেয়। ধ্বংসযজ্ঞের পর ভেতরে প্রবেশ করে অস্ত্র ছিনতাই করে।

স্থানীয় পুলিশ প্রধান হামাতন মোয়ালিকো জানান, পুলিশ স্টেশনে হামলার পরপরই হামলাকারীরা একাধিক আবাসিক হোটেলে হামলা চালায়।

ধারণা করা হচ্ছে এটি সোমালীয় সশস্ত্র ইসলামি সংগঠন আল শাবাবের কাজ।

উল্লেখ্য কেনিয়া ২০১১ সাল থেকে আল শাবাবের একাধিক হামলার শিকার হয়েছে। সে বছর আল শাবাবকে দমনের জন্যে সোমালিয়ায় কেনীয় প্রতিরক্ষাবাহিনী প্রবেশ করলে হামলার ঘটনা ঘটতে শুরু করে।



মন্তব্য চালু নেই