কেনিয়ার লামু রণক্ষেত্র, নিহত ১৩

কেনিয়ার সীমান্ত জেলা লামুতে ব্যাপক গুলিবিনিময় চলছে। গুরুত্বপূর্ণ শহর এমপেকেতনির নিকটবর্তী হিন্ডি শহরে একাধিক বাড়িতে করা হয়েছে অগ্নিসংযোগ। এছাড়া গাম্বা শহরে পুলিশ স্টেশন আক্রান্ত হয়েছে। স্থানীয় রেডক্রস প্রতিনিধিরা জানিয়েছেন পৃথক দুটি ঘটনায় মৃতের সংখ্যা ১৩তে দাঁড়িয়েছে।

চলমান সহিংস সংঘটনের পেছনে সোমালিয়ার ইসলামি সশস্ত্র দল আল শাবাবের হাত আছে সন্দেহ করা হলেও, প্রমাণসাপেক্ষে কোন পক্ষতে এখনও আক্রমণকারী সাব্যস্ত করা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রায় পনের জন সশস্ত্র আততায়ী হিন্ডির একটি বাণিজ্যিক ভবনে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি করতে শুরু করে।

হিন্ডির পুলিশ প্রধান আব্দাল্লাহ সাহাসি বার্তাসংস্থা রয়টার্সকে জানান, সশস্ত্র দলটি বাণিজ্যিক ভবনে আক্রমণ চালানোর পর চারপাশে ছড়িয়ে পড়ে। এলোপাতাড়ি গুলি করা অব্যাহত রাখে।

হিন্ডির কাউন্টি কমিশনার মিরি এনজেঙ্গা জানান, সশস্ত্র দলটি একাধিক সরকারি ভবন ও সম্পদেও অগ্নিসংযোগ করে।

উল্লেখ্য, গত মাসে লামু জেলায় সহিংস ঘটনায় ৬০ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনার বেশ ক’টির দায় স্বীকার করে এবং ভবিষ্যত সংঘটনের জন্যে সতর্ক করে আল শাবাব বিবৃতি দিলেও, কেনীয় প্রশাসন সর্বশেষ আল শাবাব এসবের সঙ্গে জড়িত নয় বলে মন্তব্য করেছে।



মন্তব্য চালু নেই