কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হমালায় নিহত ১৪৭
কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাব গোষ্ঠীর বন্দুকধারীদের হামলায় ১৪৭ জন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়।
কেনিয়ার উত্তর পূর্বের সোমালিয়া সীমান্তে অবস্থিত এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার বন্দুকধারী ভোরে প্রবেশ করে। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জিম্মি করে। হামলাকারীরা খ্রিস্টান শিক্ষার্থীদের আলাদা করে তাদের উপর গুলি চালায়। এতে ১৪৭ জন নিহত হয়। আহত আরো বেশ কয়েকজন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এদিকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় বলছে, কেনিয়ার নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়ের একাংশে বন্দুকধারীদের কোণঠাসা করে ফেলে। তাদের সঙ্গে ১২ ঘণ্টার লড়াইয়ের পর চার বন্দুকধারীরই মৃত্যু হয়েছে। আর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৫০০ ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি গ্যারিসাসহ সোমালি সীমান্তলগ্ন চারটি অঞ্চলে সন্ধ্যা আইন জারি করা হয়েছে।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলার পর দেশের ইতিহাসে এটাই সবচেয়ে মারাত্মক জঙ্গি হানার ঘটনা।
এটি একটি নৃশংস হামলা জানিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
মন্তব্য চালু নেই