কেঁপে কেঁপে উঠছে সিনাই উপত্যকা
মিশরের সিনাই উপত্যকা বারবার সন্ত্রাসী আক্রমণের স্বীকার হচ্ছে। মিশরীয় সেনাবাহিনীর ওপর গত বছর মারণঘাতী হামলার পর এ বছরে প্রথমবারের মতো বড়ো ধরনের হামলা চালানো হলো। সিনাইয়ের পৃথক তিনটি স্থানে এ হামলা চালানো হয়েছে। এবারের হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন।
প্রথমে সিনাই উপত্যকার উত্তরাংশে অবস্থিত প্রাদেশিক প্রধান শহর আল আরিসে স্থাপিত সেনাঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এতে বেশ ক’জন সেনা নিহত হন। পরবর্তী হামলা দুটি চালানো হয় শেখ জুবায়েদ ও রাফা শহরে। উল্লেখ্য, দুটি শহরই ইসরায়েল অধীকৃত গাজা-সীমান্তবর্তী শহর। হামলার দায় স্বীকার করেছে আনসার বাইয়্যাত আল মাক্বদিস নামের একটি সশস্ত্র ইসলামি সংগঠন। ইসলামিক স্টেটের সঙ্গে সংগঠনটির যোগাযোগ আছে বলে একাধিক সূত্র জানায়।
বেসামরিক মিশরীয় ও সেনাসদস্যসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন এ ঘটনায়।
মন্তব্য চালু নেই