কৃষ্ণসাগরে তল্লাশি চলছে, এক দিনের শোক রাশিয়ায়
কৃষ্ণসাগরে রোববার রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানে থাকা কোনো আরোহীই বেঁচে নেই। সবাই ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহতদের খুঁজতে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়া। দেশটির তিন হাজারের বেশি মানুষ উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
ওই দুর্ঘটনার পর টেলিভিশনে এক ভাষণে সোমবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমরা এই দুর্ঘটনার তদন্ত করছি। দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করা হবে।’ নিহতদের পরিবারের জন্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
জাহাজ, হেলিকপ্টার এবং ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিধ্বস্ত বিমানটিতে ৮৪ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।
উড্ডয়নের ২০ মিনিট পরেই রাডারের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কৃষ্ণসাগরের কাছে সোচি উপকূলে এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাত পর্যন্ত তারা ১০টি মৃতদেহ উদ্ধার করেছে।
মন্তব্য চালু নেই