কৃত্রিম প্রজননে পিতা হলেন কিউবার স্পাই

মার্কিন কর্মকর্তারা বলছেন, ক্যালিফোর্নিয়ায় আটক কিউবার একজন গুপ্তচরকে তারা কৃত্রিম প্রজননের মাধ্যমে পিতা হতে সাহায্য করেছেন।

কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন উন্নত হচ্ছে, এবং তারই আওতায় জেরার্দো হারনান্দেজ নামে ঐ গুপ্তচরকে গত সপ্তাহে মুক্তি দেয়া হয়।

মি. হারনান্দেজ গত ১৬ বছর ধরে কারাগারে আটক ছিলেন।

তার স্ত্রী অ্যাড্রিয়ানা পেরেজ আগামী দু’সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেবেন।

এমনিতে কারাগারে আটক গুপ্তচরদের সাথে কারো দেখা করার রেওয়াজ নেই।

তবে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেমোক্র্যাট সিনেটার প্যাট্রিক লেহির এক অনুরোধের পর নথিপত্র ঘেঁটে তারা দেখতে পান বন্দীর কৃত্রিম প্রজননের অনুমতি আগেও দেয়া হয়েছে।

সেই সুবাদে পানামায় অ্যাড্রিয়ানা পেরেজের সাথে এই কৃত্রিম প্রজনন ঘটানো হয় বলে তারা জানাচ্ছেন।



মন্তব্য চালু নেই