কুরআন শান্তির গ্রন্থ : পোপ ফ্রান্সিস

বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ হামলা চালিয়ে মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে জঙ্গিরা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জঙ্গি সংগঠন খিলাফত প্রতিষ্ঠার নামে ভয়াবহ হামলা ও নির্বিচারে মানুষ হত্যা করছে। তারা নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে।

কিন্তু ইসলাম ধর্ম এধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করে না। ইসলামে নির্বিচারে মানুষ হত্যা মহাপাপ। সম্প্রতি জঙ্গিদের বিভিন্ন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

তিনি বলেছেন, কুরআন একটি পবিত্র ধর্মীয় গ্রন্থ। এটি শান্তি ও আলোর পথ দেখায়। কুরআন সন্ত্রাস বা জঙ্গিবাদকে সমর্থন করে না। কুরআনে জঙ্গিবাদকে সমর্থন করে কোনো কিছু লেখা হয়নি।

তিনি বলেন, যেকোনো ধর্মীয় বিশ্বাসের একজন মানুষ কখনোও অন্য ধর্মের লোকদের হত্যা করতে পারে না। এটা বিশ্বের কোনো ধর্মগ্রন্থ বা কোনো ধর্মীয় বিশ্বাসই সমর্থন করে না। যারা এ ধরনের কাজ করছে তারা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো ধর্মেরই নয়। তাদের মধ্যে যা আছে তা হচ্ছে বিদ্বেষ।



মন্তব্য চালু নেই