কুকুরের মুখে মানুষের কাটা হাত!

পশ্চিমবঙ্গের পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে কুকুরের মুখে মানুষের কাটা হাতের টুকরো মিলেছে। সোমবার সকালে হাসপাতাল চত্বরে এমন দৃশ্য বেশ চাঞ্চল্যের জন্ম দেয়।

কাটা হাতটি দেবেন মাহাত সদর হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের পাশে পড়ে ছিল। কিছু কুকুর সেটি দেখতে পেয়ে রীতিমতো খেলতে শুরু করে।

কীভাবে হাসপাতাল চত্বরে প্রকাশ্যে কাটা হাত এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আতঙ্কিতও স্থানীয় মানুষরা। হাসপাতালেই যদি এমন হয়, তাহলে বাকিটা ভাবতেই শিউরে উঠছেন সাধারণ মানুষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করবেন তারা। তবে হাসপাতালেরই এক স্টাফের দাবি, অপারেশন থিয়েটার থেকেই বাইরে গেছে কাটা হাতটি।

তথ্যসূত্র : জি নিউজ



মন্তব্য চালু নেই