কিশোরীকে আত্মহত্যা থেকে বাচাতে ট্রেন থামিয়ে ফেললেন রেলের গেটকিপার
আত্মহত্যা করতে রেললাইনে গিয়ে শুয়েছিলেন ১৭ বছরের কিশোরী। কিন্তু সেই চেষ্টা সফল করতে দিলেন না রেলেরই এক গেটকিপার। ট্রেনটিকে থামানোর পর মহেন্দ্রণ ও তার সহযোগী কিশোরীকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে যান এবং কিশোরীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। তাঁকে শিরকাজি সরকারি হাঁসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিরকাজি ও ভোইথিসরণকৈল দুই মালবাহী ট্রেনের মাঝখানে এক পথচারী ওই কিশোরীকে দেখতে পান। এরপর সঙ্গে সঙ্গে পানামঙ্গলম রেলের গেটকিপার মহেন্দ্রনকে খবর দেন তিনি। তখনই মহেন্দ্রন রেল কর্তৃপক্ষকে এই খবর দিয়ে, ম্যাঙ্গালোর-কারাইকাল যাত্রীবাহী ট্রেনটিকে থামিয়ে দেন। ওই ট্রেনটির আর কিছুক্ষণের মধ্যেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল। -কলকাতা
মন্তব্য চালু নেই