কিক অফের আগেই রেকর্ড, বিশ্বকাপে সর্বাধিক গোলের লক্ষ্যে ক্লোজে
দিলীপ মজুমদার (কলকাতা): বিশ্বকাপের কিক অফের আগেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা শুরু৷ দেশের কিংবদন্তী ফুটবলার গার্ড মুলারের রেকর্ড ভেঙে দিয়ে ক্লোজে এখন জার্মানির ফুটবলের সর্বোচ্চ গোলদাতা৷
মিরোস্লাভ ক্লোজে৷ বয়স যার কাছে হার মানে প্রতিটি ক্ষণে৷ জিল,সোয়েনস্টাইগার,পোডলস্কি থাকা সত্ত্বেও জার্মান কোচ জোয়াকিম লো-র ভরসা এখনও পঁয়ত্রিশ বছরের ক্লোজে৷ কেন? তাঁর প্রমান নিজেই আরও একবার দিলেন ক্লোজে। আর্মেনিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে গোল করে এখন জার্মানি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ স্কোরারের শিরোপা ছিনিয়ে নিলেন লাজ্জিও-র স্ট্রাইকার৷ টপকে গেলেন জার্মান কিংবদন্তী গার্ড মুলারকে৷ একশো বত্রিশ ম্যাচে ক্লোজের গোল উনসত্তরটি৷ অন্যদিকে তত্কালীন পশ্চিম জার্মানির হয়ে বাষট্টি ম্যাচে আটষট্টি গোল করেছিলেন মুলার৷ কম ম্যাচ খেলে আটষট্টি গোল করেছিলেন মুলার৷ দেশের হয়ে খেলেও ছিলেন উনত্রিশ বছর অবধি৷ কিন্তু পঁয়ত্রিশ বছরেও জার্মান জাত্যাভিমানের ধ্বজা বয়ে বেড়ানো ক্লোজে এখনও বয়সে অনেক ছোট পোডলস্কি,মুলারদের সঙ্গে পাল্লা দিতে পারেন,তাঁর একটা ট্রেলার দেখালেন প্রস্তুতিতেই৷ আর এবার লক্ষ্য,বিশ্বকাপের ইতিহাসে টপ স্কোরারে খেতাব পাওয়া৷ তার জন্য দরকার আর মাত্র দুটো গোল৷ সামনে শুধুই ব্রাজিলের রোনাল্ডোর পনেরো গোল৷
মন্তব্য চালু নেই