কাশ্মীর সীমান্তে রাতভর গুলিবিনিময়, ২ পাক সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক সংখ্যক গুলিবিনিময় হয়েছে। এতে দু’জন পাক সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ভিম্বার, হটস্প্রিং, কেল এবং লিপা এলাকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তবে বিবৃতিতে নিহতদের পরিচয় জানায়নি পাকিস্তানের আইএসপিআর।

রয়টার্সের খবরে বলা হয়, ভারতীয় সেনা মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় পাকিস্তান শেল নিক্ষেপ করেছে।

এদিকে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা ডন জানিয়েছে, বুধবার দিনগত রাত ২ টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আইএসপিআরের বরাত দিয়ে ডন এর খবরে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলিবর্ষণ করলে পাকিস্তানি সেনারা পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে গুপ্ত হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়।

এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু’দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।



মন্তব্য চালু নেই