কাশ্মীর সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আন্তর্জাতিক রেখা বরাবর মঙ্গলবার ৩০ ফুট লম্বা ও ১০ ফুট গভীর একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ওই সুড়ঙ্গের পথে জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ঘাঁটিতে ঢুকে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে ভারত। খবর এনডিটিভির।

সুড়ঙ্গটি এমনভাবে বানানো হয়েছে যাতে শুধু ভারতীয় সেনা ক্যাম্পই নয়, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ওই সুড়ঙ্গ ধরে ঢুকে পড়া যায় ভারতের সীমানায়ও।

নাগরোটায় পাক জঙ্গিদের সাম্প্রতিক হামলার পর তন্নতন্ন তল্লাশি চালিয়ে মঙ্গলবার আগাছা দিয়ে ঢাকা এ সুড়ঙ্গটির হদিশ পায় বিএসএফ জওয়ানরা।

বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা বলেন, সাম্বা সেক্টরের চাম্বলিয়ালে আমরা ওই সুড়ঙ্গটির হদিশ পেয়েছি।

ওই সুড়ঙ্গ পথে প্রচুর পাক জঙ্গি ভারতে ঢুকে পড়েছে বলে আমাদের সন্দেহ। আমরা এখন ওই সুড়ঙ্গটি বুঝিয়ে দেয়ার কাজে নেমেছি।

এর আগে ২০১২ সালে একই সেক্টরে ভেন্টিলেশন পাইপসহ ৪০০ মিটার এবং ২০০৯ সালে আখনূর সেক্টরেও টানেলের সন্ধান পায় ভারত।



মন্তব্য চালু নেই