কাশ্মীরে সরকারি ভবনে হামলা, ভারতীয় সৈন্য আহত

জম্মু ও কাশ্মীরের পাম্পার এলাকায় একটি সরকারি ভবনের ভেতরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সৈন্য আহত হয়েছে।

সোমবার ভোরে এ হামলার পর সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে গোলাগুলি চলছে বলে খবর দিয়েছে দ্য হিন্দু ও এনডিটিভি।

ভোরে দুই থেকে চারজন হামলাকারী জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে (ইডিআই) ঢুকে পড়ে।

গোলাগুলির সময় সেখানে আগুন ধরে যায়। এতে ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্রীনগরে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘হামলাকারীদের সঙ্গে ভবনের ভেতরে গুলি বিনিময়ে এক সৈন্য আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘এরপর সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।’

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ভবনের ভেতরে রয়েছে। এজন্য নিরাপত্তাজনিত কারণে সেখানে কাউকে ভিড়তে দেয়া হচ্ছে না।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও ইডিআই ভবনে আত্মঘাতী হামলার চেষ্টা হয়েছিল। পরে ৪৮ ঘণ্টার সেই অভিযানে এক কর্মকর্তাসহ দুই সৈন্য, অফিসের এক কর্মকর্তা ও তিন হামলাকারী নিহত হয়।



মন্তব্য চালু নেই