কাশ্মীরে শীতের প্রকোপ অব্যাহত, কার্গিলে মাইনাস ১৭.২ ডিগ্রি
ঠাণ্ডার প্রকোপ অব্যাহত জম্মু ও কাশ্মীরে। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গতকালের মতো এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের শীতলতম স্থান সীমান্তবর্তী লাদাখ অঞ্চলের কার্গিল। সেখানে তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের অনেক নিচে। আবহাওয়া দফতর জানিয়েছে, কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে মাইনাস ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের শীতলতম। গতরাতে তাপমাত্রা ছিল মাইনাস ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
লে-তে তাপমাত্রা গতরাতের তুলনায় সামান্য কমে হয়েছে মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীর উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাজিগুণ্ডে তাপমাত্রাও গতরাতের তুলনায় কমে দাঁড়িয়েছে হিমাঙ্কের ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে।
দক্ষিণ কাশ্মীরে অমরনাথ যাত্রার বেসক্যাম্প হিসেবে পরিচিত পহেলগাম রিসর্টেও বেড়েছে শীতের প্রকোপ। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের ৭.৪ ডিগ্রি সেলসিয়াস নিচে।
গুলমার্গের স্কি রিসর্টে পারদ ছুঁয়েছে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস।উত্তর কাশ্মীরের বিভিন্ন অংশেও হিমাঙ্কের নিচেই রয়েছে তাপমাত্রা।
মন্তব্য চালু নেই