কাশ্মীরে বিএসএফের ওপর গ্রেনেড হামলা, আহত ৮
জম্মু ও কাশ্মীরে ভারতের আধা-সামরিক বাহিনীর টহলদলের ওপর গ্রেনেড হামলা হয়েছে। এতে এক জওয়ানসহ ৮ জন আহত হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান শহরে এ হামলার ঘটনা ঘটে।
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ জানিয়েছে, টহলদলের ওপর হামলার পরপরই সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় সাতজন বেসামরিক নাগরিক ও একজন জওয়ান আহত হয়েছে।
গতকাল সোমবার ভোরে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে পাম্পরে একটি সরকারি ভবনে হামলার ২৪ ঘণ্টার মধ্যেই সোপিয়ানে এই হামলা হল।
মন্তব্য চালু নেই