কাশ্মিরে ‘জঙ্গি হামলায়’ সেনাসহ নিহত ১৩
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা ক্যাম্পে ‘জঙ্গি হামলায়’ সাত সেনা কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে বারামুল্লা জেলার উরিতে এ হামলার ঘটনা ঘটে। এর আগে শ্রীনগর জেলায় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক ‘জঙ্গি’। প্রাদেশিক নির্বাচনী প্রচারের জন্য সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মিরে যাওয়ার কথা। ঠিক এর আগেই এ হামলার ঘটনা ঘটল।
সেনা কর্মকর্তারা জানান, শুক্রবার প্রথম প্রহরে বারামুল্লা জেলার উরি অঞ্চলে এক সেনাক্যাম্পের বাইরে এক রাস্তায় চার পুলিশ সদস্যকে হত্যা করা হয়। ওই সেনাক্যাম্পের চারদিকে কোন দেয়াল না থাকায় ‘জঙ্গিরা’ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। এসময় তাদের প্রতিহত করতে গেলে এক সেনা কর্মকর্তাসহ চার সেনা সদস্য নিহত হয়। সংঘর্ষে নিহত হন তিন ‘জঙ্গি’।
জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে নেতৃত্বদানকারী এক সেনা কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে এসব জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে।
এর আগে শ্রীনগরে পৃথক বন্দুকযুদ্ধে এক জঙ্গি নিহত হয়েছেন। দুই জঙ্গি একটি পুলিশ চৌকিতে হামলা চালালে পুলিশ তাদের দিকে গুলি ছোড়ে। এতে একজন নিহত হন, অপরজন পালিয়ে যান।
মন্তব্য চালু নেই