কারাগারে এসি-ফ্যান, আমিষ খাবার চাইলেন শশীকলা

ভারতের তামিলনাড়ুর অল ইন্ডিয়া দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (এআইএডিএমকে)-দলের সাধারণ সম্পাদক শশীকলা নটরাজন(৬১) আত্মসমর্পণ করেছেন। এরপর সেখানে ডাক্তারি পরীক্ষার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইতিমধ্যেই বেঙ্গালুরুর জেলে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা চেয়েছেন শশীকলা। জেলের মধ্যে একটি এ–ক্লাস ব্যারাকে এসি এবং ফ্যানের সুব্যবস্থা চেয়েছেন। তার জন্য ২৪ ঘণ্টা ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া সপ্তাহে অন্তত দু’‌দিন আমিষ খাবারও চেয়েছেন। খবর আজকালের।



মন্তব্য চালু নেই