গত বৃহস্পতিবার কোচি পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের বিশেষ কমিটি গড়েছেন কোচিন স্পেশাল ইকনমিক জোনের ডেভেলপমেন্ট কমিশনার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিন অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করেছে ওই কোম্পানি।
তবে তা সত্ত্বেও তাদের ‘অপরাধী’ বলে চিহ্নিত করতে নারাজ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এ রহিম। তার বক্তব্য, তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ‘দোষী’ বলা অনুচিত হবে। আপাতত পরিবেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত কারখানার ওই বিভাগটির কাজ বন্ধ রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মন্তব্য চালু নেই