কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে কারাগারে পাঁচ আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার পাঁচ আইনজীবী।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে গিয়ে পৌঁছেন। আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষে তারা কারাগারের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।

এ্যাডভোকেট শিশির মো. মনিরের নেতৃত্বে কামারুজ্জামানের অন্য আইনজীবীরা হলেন-এ্যাডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকি, এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

উল্লেখ্য, আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এ রায়ের বিরুদ্ধে কামারুজ্জামান রিভিউ আবেদনের প্রেক্ষিতে তা শুনানি চলছে। ররিবার এ ব্যাপারে পরবর্তী শুনানী অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই