কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, নিহত ২
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে গাড়িবোমা বিস্ফোরণে দুই আফগান তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। রবিবার সকাল ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা বলেছে, কাবুল বিমানবন্দরের কাছে ন্যাটোর স্থাপনার কাছে ওই গাড়িবোমা হামলা চালানো হয়। এতে দুই আফগান তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। যার মধ্যে কয়েকজন বিদেশীও রয়েছেন।
আলজাজিরা সংবাদদাতা জানিয়েছেন, বিদেশী সেনাদের একটি বহরের ভেতর ঢুকে বিস্ফোরণ ঘটানোয় কয়েকজন বিদেশী সেনা আহত হয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ কারিমি বলেছেন, বিদেশী সেনাদের বহরকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে। হতাহতরা সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।
এর আগে প্রাথমিকভাবে কাবুল বিমানবন্দরের কাছে তীব্র বিস্ফোরণের কথা বলা হলেও হতাহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ।
মন্তব্য চালু নেই