কাবা শরীফে নতুন গিলাফ
সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র কাবাঘরের চতুর্দিক সোমবার পুরোনো গিলাপ বদলে নতুন গিলাপ (কিসওয়া) আবৃত করা হয়েছে। এই প্রথমবারের মতো ইয়ামিনি কোনায় স্বর্ণখচিত কারুকার্যের একটা লাইন যোগ করা হয়েছে।
কাবাঘরের চারটি কোন রয়েছে। উত্তরে ইরাকি কর্ণার, পশ্চিমে লিভাটিন কর্ণার, দক্ষিণে ইয়েমেনি কর্ণার ও পূর্ব দিকে কালো পাথর স্থাপিত রয়েছে। আজ (বুধবার) সৌদিআরব থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক সাউদি গেজেট পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন গিলাপে ওপরের দিকে কিছু ক্যালিওগ্রাফিওতে পরিবর্তন করা হয়। আগে আল্লাহকে বর্ণনা করতে ‘ও দি লিভিং, দি ইটারনাল ওয়ান’ লিখা হলেও নতুন গিলাপে ‘আল্লাহ ইজ দি গ্রেটেষ্ট’ লিখা হয়।
নতুন গিলাপটির দৈর্ঘ্য ৬৫৮ বর্গমিটার। সম্পূর্ন সিল্কের কাপড়ে স্বর্ণমিশ্রিত গিলাপটি মোট ৪৭টি অংশ একসঙ্গে জোড়া দিয়ে কাবা শরীফ ঢেকে দেয়া হয়। মক্কার একটি বিশেষায়িত কারখানায় ২৪০জন কারিগর, তাঁতি ও কর্মকর্তা এটি তৈরীতে অংশ নেন। এটির নির্মান ব্যয় ৫দশমিক ৮ মিলিয়ন ডলার।
মন্তব্য চালু নেই