কল্যাণপুরে র্যাব-পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত
রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কল্যাণপুরের পাঁচ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক একটি বাড়িতে ঘন্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন ষ্ট্রম ২৬।’
পুলিশ ঘটনাস্থল থেকে একজঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের আইজি শহীদুল হক অপারেশন পরবর্তী এক প্রেসব্রিফিংয়ে বলেন, নিহতরা সবাই জঙ্গি। এরা গুলশানের হামলাকারীদের একই গ্রুপের সদস্য হতে পারে। নিহত জঙ্গিরা গুলশানের মতো কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর লক্ষ্যে জড়ো হয়েছিল। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে।
মিরপুর থানা পুলিশ সোমবার রাত আনুমানিক ১১টায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিভিন্ন মেসে তল্লাশি চালাচ্ছিল। পাঁচ নম্বর রোডের পাঁচ নম্বর বাড়িটার সামনে এলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যায় র্যাব, সোয়াট, ডিবির সদস্যেরা। ভোর সাড়ে ৫টায় যৌথবাহিনীর সদস্যেদের অংশগ্রহণে অপারেশন স্ট্রম ২৬ শুরু হয়। এ সময় গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়। পুলিশ জানায়, বছরখানেক আগেও জাহাজ বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি আটক করা হয়েছিল।
মন্তব্য চালু নেই