কলারোয়া পৌরসভায় যৌথ পরিকল্পনা সভা

কলারোয়া পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় স্যানিটেশন উন্নয়নে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আকতারুল ইসলাম। পৌর সভার সচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও মাগফুর রহমান রাজু, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা কুদরত-ই-খুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শেখ জামিল হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম, সেলিনা পারভীন, লুৎফুননেছা লুতু, প্রকৌশলী ওয়াজিহুর রহমান, শের আলি, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, আহসান উল্লাহ, মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, রুনা লায়লা, রুহুল আমিন, কাজল বাবু, ব্র্যাক প্রতিনিধি আরাফাত খাঁন, আবু বকর সিদ্দীক লাভলু, সাংবাদিক জুলফিকার আলি, ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার প্রকল্পভূক্ত কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ডব্লুএলসিসি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন’র ট্রেনিং ও ডকুমেন্টশন অফিসার মনিরুজ্জামান মিজান।



মন্তব্য চালু নেই