কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়ানুষ্ঠান, জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা ও আলোচনা, বিভিন্ন প্রতিষ্ঠানে খেলা-ধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।

সকাল সাড়ে ৭টায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, ভাইস চেয়ারম্যান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড’র পক্ষে গোলাম মোস্তফা, আবুল হোসেন, সৈয়দ আলিসহ অন্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, সরকারি কলেজের অধ্যক্ষ ড. হাসান সরোওয়ার্দ্দী, উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, আ.লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, স.ম মোরশেদ আলী, অধ্যাপক আমজাদ হোসেন, রবিউল আলম মল্লিক রবি, আজিজুর রহমান, শহিদুল ইসলাম, জাতীয় পার্টির মুনসুর আলী, আশরাফ আলী, আব্দুল্যাহেল আলিম বাবু, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যাপক শেখ জাভিদ হাসান, আবুল হোসেন, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ নজিবুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, অধ্যাপক কে,এম আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কার্যকরী সদস্য শিক্ষক দীপক শেঠ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, জুলফিকার আলি, সাংবাদিক ফিরোজ জোয়ার্দ্দার, আরিফ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির মাস্টার আব্দুর রউফ, জাসদ সভাপতি সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল হাকিম, পাবলিক ইনস্টিটিউট’র শেখ শহিদুল ইসলাম ও মাস্টার বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের জাহিদুর রহমান খান চৌধুরী, কলেজ শিক্ষক সমিতির অধ্যক্ষ নজিবুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির আবদুর রকীব, স্কাউট’র আজহারুল ইসলাম, আকতারুজ্জামান, ইউনুছ আলী, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, মাওলানা তৌহিদুর রহমান, শেখ শাহাজাহান আলী শাহিন, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, হেলাতলা আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, শিশু ল্যাবরেটরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, মাস্টার আমজাদ হোসেন, যুবলীগ নেতা কাজী শাহাজাদা, আসাদুজ্জামান তুহিন, আশিকুর রহমান মুন্না, শ্রমিকলীগের সভাপতি আ: রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, গদখালী যুব উন্নয়ন সংঘের মফিজুল ইসলাম লাভলু, সিরাজুল ইসলাম ফাউন্ডেশন’র পক্ষে উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, মহাপরিচারক কামরুল ইসলাম সাজু, পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন-অর-রশিদ, রেজানুজ্জামান লিটু, আবু সাঈদ, ফিরোজ জোয়ার্দ্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ইমরান হোসেন, সহসভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা নাইস, শেখ মারুফ আহম্মেদ জনি, পৌর ছাত্রলীগের মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, তানভির, জহুরুল, কাজী রিপন, বকুল হোসেন প্রমুখ, গণজাগরণ মঞ্চের পক্ষে উচ্ছ্বাসসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। চৌকস মাঠপাচের নেতৃত্ব দেন থানার এসআই সুব্রত কুমার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা।



মন্তব্য চালু নেই