কলারোয়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এডিএম ও ইউএনও

সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি’র ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। সুশৃঙ্খল পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুলসহ অন্য কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) বরাদ হোসেন চৌধুরী ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারসহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। পরীক্ষা কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আব্দুর রব, আমান উল্লাহ আমান, রুহুল আমিন, শামছুল হক, আবদুর রকীব, এসএম গোলাম রব্বানি প্রমুখ। পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ পরীক্ষা কেন্দ্রের ভিতরে ও বাইরের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি সুষ্ঠু, শান্তিপূর্ণ থাকায় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



মন্তব্য চালু নেই