কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার এ ভূূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তি কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিন থেকে ১২৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ৭২ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, গত বছরের মার্চে দেশটিতে ছয় দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।



মন্তব্য চালু নেই