কলকাতার ট্র্যাফিক জ্যাম নিয়ে অস্থির? ভাগ্যিস আপনি মুম্বইয়ে থাকেন না!

ট্র্যাফিক জ্যাম নিয়ে কলকাতা নাজেহাল। কথায় কথায় যাঁরা এই শহরকে গাল পাড়েন, তাঁদের জন্য রইল ট্র্যাফিক জ্যামের নিরিখে এই দেশের শহরের তালিকা।

দেশের কোন শহরে ট্র্যাফক জ্যাম সবথেকে বেশি? ধাঁ করে ‘‘কলকাতা’’ বলে দেবেন না। সম্প্রতি বিভিন্ন রাজ্যের পরিবহণ দফতরের দেওয়া সংখ্যায় দেখা যাচ্ছে, কলকাতার থেকেও এগিয়ে একটি শহর। বাণিজ্যনগরী মুম্বই। শুধু এগিয়েই নয়, বেশ খানিকটা এগিয়ে রয়েছে মুম্বই। ব্যস্ত মুম্বইয়ের রাস্তায় প্রতি কিলোমিটারে গড়ে ৪৩০টি করে গাড়ি থাকে।
সেখানে কলকাতায় সংখ্যাটা ৩০৮। তিন নম্বরে পুণে। সেখানে গড়ে প্রতি কিলোমিটারে ২৪৮টি গাড়ি। দিল্লি চার নম্বরে। গ়ড়ে প্রতি কিলোমিটারে সেখানকার ব্যস্ত রাস্তায় ৯৩টি করে গা়ড়ি রয়েছে।

তবে খুব দ্রুত এই সংখ্যাগুলি বাড়তে পারে। কেননা, মনে করা হচ্ছে, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়ছে। তাঁরা গাড়ি কিনছেন। প্রতিযোগিতার বাজারে কম দামে প্রচুর ভাল গাড়ি আসছে। সব মিলিয়ে দেশের প্রধান শহরগুলিতে ট্র্যাফিক জ্যামের বহর কমবে, এমন আশা নেই।



মন্তব্য চালু নেই