কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে দুশ্চিন্তায় ভারত
কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে নড়েচড়ে বসেছে ভারত সরকার। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার সংজ্ঞার পরিধিকে আরও বাড়াতে চাইছেন তারা। কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিয়ে তারা যেন একটু বেশিই দুশ্চিন্তায়!
কর্মস্থলে নারীরা যাতে আরও স্বচ্ছন্দ বোধ করেন, আরও অনুকূল কাজের পরিবেশ পান, সেই ভাবনা থেকেই এবার ভারত সরকার কিছু নিয়ম সংশোধন করছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তবে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
মনে করা হচ্ছে, আইনের চোখে শাস্তিযোগ্য বিভিন্ন অপরাধের ব্যাপারে আরও স্বচ্ছতা আনা হতে পারে সংশোধিত নয়া নিয়মে।
যেমন কাজের জায়গায় কোনও নারীকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিশ্রুতি দেওয়া বা তাকে বিপাকে ফেলা হবে বলে সরাসরি বা ঘুরিয়ে হুমকি দেওয়া বা কর্মস্থলে তার বর্তমান বা ভবিষ্যত কাজের ধরন-চরিত্র নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ হুঁশিয়ারি দেওয়া, এ ধরনের অপরাধের ক্ষেত্রেও স্বচ্ছতা আনা হবে নতুন নিয়মে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরই ২০১০ সালের কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ বিলে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কাজের জায়গায় নারীরা যাতে যৌন হেনস্থার হাত থেকে সুরক্ষা পান, তাদের যৌন হয়রানির অভিযোগের যথাযথ সুরাহা হয়, তা সুনিশ্চিত করাই উদ্দেশ্য ওই বিলের।
মন্তব্য চালু নেই