করাচিতে ভূমিধসে সাত শিশুসহ নিহত ১৩
পাকিস্তানের করাচিতে আজ মঙ্গলবার ভূমিধসে সাত শিশুসহ ১৩ জনের প্রাণহানি ঘটেছে।
পুলিশ জানায়, করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান জওহার এলাকায় একটি পাহাড়ের পাদদেশে তিনটি পরিবার খড়ের বাড়ি তৈরি করে থাকতেন। সোমবার রাতে তারা যখন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই ভূমিধস হয়। এতে তিনটি পরিবারের বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে।
উদ্ধারকর্মী জানান, মাটির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। এরপর লাশগুলো কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। নিহতদের আত্মীয়স্বজনরা অশ্রুসিক্ত চোখে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভূমিধসে ছয় মাসের এক শিশুও মারা গেছে।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জাভেদ জাসকানি বলেন, নুড়ি পাথর ও কাদামটির ভিতর থেকে পাঁচ ঘন্টায় ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।
ভূমিধসের কারণ অনুসন্ধানে পুলিশ ও নগর প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করবে। ঘটনার সঙ্গে কোন অপরাধ কর্মকান্ডের সংশ্লিষ্টতা নেই বলে জাসকানি উল্লেখ করেন।
মন্তব্য চালু নেই