কন্যাসন্তানের জন্য ক্ষতিপূরণ ২০ লক্ষ, কিন্তু কেন?
২০ বছর আগে ফ্রান্সের দুটি পরিবারের শিশু বদলে যায়। মঙ্গলবার তাদের ২০ লক্ষ ইউরো ক্ষতিপূরণ দিল সরকার। যে ক্লিনিকে শিশু দুটি বদলে যায় সেই ক্লিনিককে ৪ লক্ষ ইউরো দিতে বলা হয়েছে দুই যুবতীকে। যারা শিশু অবস্থায় বদলে যায়। ৩ লক্ষ বাবা-মাকে। এই সিদ্ধান্তে খুশি দুই পরিবারই। একজনের মা সোফি সেরানো বলেন, ”আর কোনও অপরাধবোধ রইল না।”
২৯৯৪ সালের ঘটনা। ৪ জুলাই সোফি জন্ম দেন এক কন্যাসন্তানের। অসুস্থ থাকায় ওই শিশুকে ইনকিউবেটরে রাখা হয়। এক নার্স অনিচ্ছাকৃতভাবে বদলে দেয় ওই দুই শিশুকে। তাদের একই ইনকিউবেটরে রাখা হয়েছিল।
আদালতে বাবা-মায়েরা তাঁদের নিজেদের সন্তানদের দেখেন যখন এদের বয়স ১০ বছর। আসল মা হলেও এদের কাছে তারা অচেনা মহিলা। তারপর থেকেই চলছিল মামলা। এদিন অনেকটা স্বস্তি মিলল দুই পরিবারের।
মন্তব্য চালু নেই