কথা দিয়ে রাখেননি ট্রাম্প কন্যা ইভানকা

সবচেয়ে ব্যায়বহুল বিশ্বকাপ হবে অনুষ্ঠিত হবে মরুদেশ কাতারে ২০২২ সালে। ফুটবলের মেগা কার্নিভাল বসবে সেখানে। হাতে এখনও পাঁচ বছর বাকি। তার আগেই রাশিয়াতে বিশ্বকাপ।

কিন্তু এখন থেকেই খবরের শিরোনামে কাতার। বিশেষজ্ঞদের মতে, কাতার বিশ্বকাপই হতে চলেছে সবচেয়ে ব্যায়বহুল। কাতারের অর্থমন্ত্রী আলি আল-এমাদির থেকে জানিয়েছেন, বিশ্বকাপে কাতারের ২০০ বিলিয়ন ডলারের মেগাবাজেট। সপ্তাহে তারা খরচ করছে ৫০০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ ৩৩৫১ কোটি ২৫ লাখ টাকা।

আগামী দু’বছরের মধ্যে কাতারে ৯০ শতাংশ কাজ হয়ে যাবে বলেই মত এমাদির। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল খরচ করেছিল ৮.৮ বিলিয়ন পাউন্ড। রাশিয়া খরচ করবে ৮.৫৪ বিলিয়ন পাউন্ড। বিশ্বকাপ উপলক্ষে গোটা কাতারই ঢেলে সাজছে। শুধু স্টেডিয়ামই নয়, হাইওয়ে থেকে শুরু করে রেল, বন্দর ও বিমান পরিষেবা আরও উন্নত করা হচ্ছে। হাসপাতালেও আলাদা চোখ থাকছে তাদের।



মন্তব্য চালু নেই